চাঁদপুর

ডিবি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় ধূর্ত কসাই

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক | আপডেট: ১০:৩৫ অপরাহ্ণ, ০১ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার

চাঁদপুর শহরে প্রকাশ্যে শিয়াল জবাই করেছেন স্থানীয় এক কসাই। তবে তাকে হাতেনাতে আটক করলেও ডিবি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান ধূর্ত কসাই হাসান।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শপথ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে শরীয়তপুর থেকে এক ব্যক্তি দুটি শিয়াল বস্তাবন্দি করে চাঁদপুর শহরে বিক্রি করতে আসেন। শিয়াল দুটি শহরের কোর্ট স্টেশন প্লাটফর্মের পশ্চিম পাশে এক জনের কাছে দুই হাজার টাকায় বিক্রি করে তারা চলে যান। এ সময় কসাই এনে একটি শিয়াল জবাই করেন ওই ব্যক্তি। সাংবাদিকরা বিষয়টি দেখে তাৎক্ষণিক পুলিশ সুপার শামসুন্নাহারকে জানান।

পরে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে আসে। এ সময় শিয়াল জবাই করা অবস্থায় পুরাণবাজারের কসাই হাসানকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ধূর্ত কসাই পালিয়ে যান। পরে পুলিশ জীবিত ও জবাই করা শিয়ালের মাংস উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

Share