Home / কৃষি ও গবাদি / চাঁদপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময়
চাঁদপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময়

চাঁদপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময়

চাঁদপুর পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন সরকারের রাজস্ব খাত থেকে প্রদানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ হিসেবে চাঁদপুরে জেলার সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর পৌর পাঠাগারে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূইয়া।

চাঁদপুর পৌর কর্মচারি সংসদের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন হাওলাদারের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির সমন্বয়ক মো. কামাল হোসেন, চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এএইচএম শামসুদ্দোহা, হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ মো. মশিউর রহমান, হাজীগঞ্জ পৌরসভার সচিব মো. শরীফ হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শফিকুর রহমান, শাহারাস্তি পৌরসভা কর্মচারী সংসদের সভাপতি শামছুল আলম, প্রশাসনিক কর্মকর্তা নূরে আলম, চাঁদপুর পৌর কর্মচারী সংসদের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজানা পারভীন লাকি, কচুয়া পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. মনিরুল ইসলাম মুন্সি, মতলব পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা নুরুজ্জামান, শাহারাস্তি পৌরসভার সচিব তোফায়েল আহমেদ প্রমুখ।

এসময় চাঁদপুর জেলার বিভিন্ন পৌরসভার সচিব ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

]আশিক বিন রহিম

:  আপডেট, বাংলাদেশ সময় ১০:০৫ পিএম,  ১৯ মে  ২০১৬, বৃহস্পতিবার

ডিএইচ