চলতি ২০২০-২১ অর্থবছরে চাঁদপুর জেলার ৮ উপজেলায় সরকারি -বেসরকারি , অন্যান্য প্রতিষ্ঠান এবং উন্মুক্ত জলাশয় মাছের পোনা অবমুক্তকরণে প্রত্যেক উপজেলায় এক লাখ টাকা করে মৎস্য বিভাগ বরাদ্দ দিয়েছে।
চাঁদপুর মৎস্য বিভাগের একজন কর্মকর্তা বুধবার ২৬ আগস্ট তথ্য প্রদান করেন।
প্রাপ্ত তথ্য মতে জানা যায় , চাঁদপুর জেলার ৮ উপজেলায় এক লাখ টাকা করে বরাদ্দ দেয়া টাকায় গড়ে আড়াইশো কেজি করে মাছের পোনা অবমুক্ত করা করার কথা রয়েছে ।
কচুয়া উপজেলায় ইতোমধ্যেই মাছের অবমুক্ত করা হয়েছে বলে জানা যায় । এসব পোনার মধ্যে রয়েছে রুই , কাতলা , মৃগেল ও বিগহেড ইত্যাদি ।
ওই কর্মকর্তা এক প্রশ্নের জবাবে বলেন ,‘ চাঁদপুরে পোনা অবমুক্তকরণে এক লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েচে যা দিয়ে স্থানীয় বিভিন্ন হ্যাচারীর মালিকদের কাছ থেকে টেন্ডারের মাধ্যমে এ পোনা ক্রয় করার নিয়ম রয়েছে। কচুয়া ছাড়া অন্যান্য উপজেলায় বন্যার আশঙ্কায় মাছের পোনা অবমুক্ত করণে কিছ’টা বিলম্ব হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান।
মাননীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রতিনিধিদের উপস্থিতিতে সরকারি-বেসরকারি, প্রাতিষ্ঠানিক এবং উন্মুক্ত জলাশয়ে এ মাছেরপোনা অবমুক্তকরণ করার সরকারি নির্দেশ রয়েছে ।
আবদুল গনি , ২৬ আগস্ট ২০২০