Wednesday, April 15, 2015 10:21:30 PM
শরীফুল ইসলাম :
চাঁদপুর সদর ও মতলব উপজেলায় পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
চাঁদপুর মডেল থানায় এসআই জাহাঙ্গীর জানান, চাঁদপুর সদর উপজেলার বড় স্টেশন এলাকায় অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধ ট্রেনের অপেক্ষায় স্টেশনে দাড়িয়ে ছিল। হঠাৎ সে দাঁড়ানো থেকে মাটিতে লুটে পড়ে। তাৎক্ষণিক তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।
অপরদিকে মতলব উত্তর উপজেলার বহরি গ্রামের মৃত কামাল হোসেনের স্ত্রী সাহিদা বেগম (৩০) সোমবার গভীর রাতে পারিবারিক কলহে বিষপান করে। তাকে তাৎক্ষণিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানোর পর চিকিৎসারত অবস্থায় সে মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এছাড়া চাঁদপুর মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, শহরের জিটি রোড এলাকায় ভাড়াটিয়া ভোলা জেলার চরফ্যাশন আসলামপুর গ্রামের মৃত আঃ হক মিজির ছেলে রিক্সাচালক মোঃ নুর উদ্দিন (২২) তার ঘরের ঝুলন্ত তারে হাত দেওয়ায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। তাকে তাৎক্ষণিক হাসপাতালে রাতে এনে ভর্তি করানোর পর কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে।
মঙ্গলবার চাঁদপুর মডেল থানা পুলিশ মৃত ৩জনের লাশ ময়নাতদন্ত শেষে ২ জনকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করে। এর মধ্যে অজ্ঞাত ব্যাক্তির নাম ঠিকানা না পাওয়ায় লাশটি আঞ্জুমানে খাদেমুল ইনসানের নিকট হস্তান্তর করে।
চাঁদপুর টাইমস : এমআরআর/এসআই/২০১৫
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes