চাঁদপুর সুপার শামসুন্নাহার পিপিএম এর নিদের্শে জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ধাবাহিক অভিযানের অংশ হিসেবে ২৬ ও ২৭ মে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে পৃথক অভিযানে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
২৭ মে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে এসআই (নিঃ) রাশেদুদ জামান ও সঙ্গীয় ফোর্সসহ শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন বিষ্ণুদী রাস্তার মাথায় অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে দুইশত গ্রাম গাঁজা সহ মো. জুয়েল শেখ (২২)কে আটক করা হয়।
আটক জুয়েল বড়ষ্টেশন যমুনা রোড এলাকার মো. সফিক শেখের পুত্র। এ সংক্রান্তে আটকের বিরুদ্ধে সদর মডেল থানার ১৯৯০ইং সনের ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর টেবিল ৭(ক) মামলা দায়ের করা হয়।
অপর অভিযানে মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মো: মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে এসআই (নিঃ) অনুপ চক্রবর্ত্তী, এএসআই (নিঃ) মিশকাত উদ্দিন, এএসআই (নিঃ) সেলিম মিয়া, এএসআই (নিঃ) নিজাম উদ্দিন সহ সংগীয় পুলিশ সদস্যরা পশ্চিম বিষ্ণুদী প্রফেসার পাড়ায় অভিযান চালায়।
এতে দুই টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মাদক স¤্রাট বাদল দর্জি (৩৫)কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক বাদল দর্জি ওই এলাকার মৃত জামাল দর্জির পুত্র। তার বিরুদ্ধে মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।