চাঁদপুর পুলিশের চেকপোস্টে ১৫ পিস প্যান্সিডিলসহ এক যুবক আটক হয়েছেঃ। শনিবার (২৩ জুলাই) রাত সোয়া ১০ টায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড রোডে পুলিশ সার্জেন্ট নুরে আলম মোটরসাইকেলসহ আলম হোসেন (৩০) নামের ওই যুবককে আটক করে।
পরে চাঁদপুর মডেল থানায় খবর দিলে উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এসে ১৫ পিস প্যান্সিডিল ও লাল রংয়ের একটি মোটরসাইকেলসহ (পালসার) তাকে থানায় নিয়ে আসে।
সার্জেন্ট নূরে আলম চাঁদপুর টাইমসকে জানায়, ‘রাতে মোটর সাইকেল তল্লাসি চলাকালে ওয়ারল্যাস যাওয়ার পথে লাল রংয়ের পালসার (নং ১৭-৮৭৮০) তল্লাসি করতে গেলে তার কাছ থেকে ১৫ পিস প্যান্সিডিল পাওয়া যায়। এ’ঘটনায় আটক আলম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/05/Shariful-Islam.jpg” ]প্রতিবেদক- শরীফুল ইসলাম [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur