Thursday, 02 July, 2015 01:13:20 AM
স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর :
চাঁদপুর শহরের কুমিল্লা রোডে সম্পতি ঘটে যাওয়া একাধিক চুরির ঘটনার তথ্য উদঘাটন না হতেই পুরাতন বাস টার্মিনালে যাত্রী ছাউনী মার্কেটে শামীম টেলিকম নামক ব্যবসা প্রতিষ্ঠানে মঙ্গলবার দিবাগত রাতে ঘটেছে দুর্ধর্ষ চুরি।
ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্যাধিকারী মো. শরীফুল ইসলাম শামীম চাঁদপুর টাইমসকে জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত সাড়ে ১১টায় দোকান বন্ধ করে বাসায় যান। পরদিন সকাল সাড়ে ৯টায় দোকান খুলে চুরির বিষয়টি নিশ্চিত হন।
এ সময় চোরচক্রটি দোকানে থাকা নগদ ৫ হাজার টাকা, ৫০ হাজার টাকার রিচার্জ কার্ড, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেটসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি সাধারন ডায়েরি দায়ের করেছেন প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী মো. শরীফুল ইসলাম শামীম।
এ ঘটনার প্রেক্ষিতে সচেতন মহলের অনেকেই বলছেন, চাঁদপুর শহরে চোর আতঙ্ক এখন অনেকটাই মহামারী আকারে রূপ নিয়েছে। শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে চুরির ঘটনা এখন নিত্যদিনের খবর। এসব চুরির ঘটনায় জড়িত চক্রের কোনো সদস্যকে আইন শৃঙ্খলা বাহিনী আজও আটক করতে সক্ষম হয় নি।
যার ফলে এসকল চোরচক্র যেন নিজেদের চুরি পেশাটাকে নিরাপদ ও লাভজনক পেশা ভাবতে শুরু করেছে। এ সকল চোরচক্রের উৎপাত শহরবাসীর নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই অপ্রতুল বলে মনে করছেন বিজ্ঞমহল ।
সচেতন ও বিজ্ঞ মহল মনে করেন এ ধরণের দুর্ধর্ষ চুরির পূনরাবৃত্তি হওয়ার আগেই জনস্বার্থে বিষয়টি আমলে নিয়ে অতিসত্ত¦র চোরচক্র গুলো চিহ্নিত করে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে যথাযথ পদক্ষেপ নেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চাঁদপুর টাইমস/এমএএ/এএস/ডিএইচ/২০১৫।