চাঁদপুর সদর

পুরাণবাজারে ৪৫ ফুট গাছের উপর থেকে অজ্ঞান অবস্থায় যুবক উদ্ধার

চাঁদপুর শহরের পুরাণবাজার মধ্য শ্রীরামদীতে সাব্বির গাজী (২২) নামে যুবক রাতের অন্ধকারে শ্বশুর বাড়ির প্রায় ৪০–৪৫ ফুট উঁচু রেনন্ট্রি গাছের উপর ওঠে আগার দুই ডালে শুয়ে পড়ে।

গাছে ওঠার পূর্বে সে স্ত্রীকে বলে, তোদের বাড়ির গাছটা কেটে ফেল,আমারে ডাকে। ননদ ও বড় ভাই বিল্লালের স্ত্রীকে সাথে নিয়ে সাথী আক্তার তাঁর স্বামী ছাব্বিরকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

কোন কিছু বুঝে উঠতেই বাড়ির পাকের ঘরের উপরে উঠে দ্রুত গাছে ওঠে যায় এবং শার্ট প্যান্ট পড়া অবস্থায় গাছের এক ডালে আরেক ডালে ভর করে শুয়ে থাকে। ডাক চিৎকার শুনে প্রতিবেশীরাসহ আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশ ও ফায়ার স্টেশানে খবর পাঠায়।

পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আঃ রশিদ জানান, একজন লোক তার স্ত্রী ও স্বজনদের সাথে আধ্যাত্মিক কথাবার্তা বলে বাড়ির গাছে উঠে শুয়ে আছে। ঘটনাটি স্থানিয় লোকজন আমাকে জানালে আমি ফায়ার স্টেশনকে জানাই।

খবর পেয়ে ফাঁড়ি পুলিশ ও এলাকার সাহসী লোকজনের সহতায় ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত ১২ টা ১০ মিনিট যুবককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ছাব্বিরকে চিকিৎসার জন্য রাত পৌনে ২ টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চাঁদপুর বিদ্যুৎ বিভাগের লেডার (মই) যন্ত্রের সাহায্যে সাব্বির মোল্লা নামে চাঁদপুর দক্ষিন ফায়ার স্টেশনের ফায়ারম্যান স্থানিয় লোকজন সহযোগিতায় গাছের উপর শুয়ে থাকা লোকটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

আহত ছাব্বির মধ্য শ্রীরামদীর মৃত আবু কালাম গাজীর ছোট ছেলে।প্রত্যক্ষদর্শী অনেকের ধারনা ,জ্বীন পরীর আছর ও পেঁচার ডাক শুনে এ ঘটনা ঘটেছে এবং অলৌকিক শক্তিতে ওই যুবক গাছে এভাবে শুয়েছিল। তার মা জোসনা বেগম বলেন, শিশু বয়সে দুই ছেলে সুজন ও ছাবিবরকে রেখে স্বামি মারা যান।অনেক কষ্ট করে ছেলেদের বড় করেছেন।

ছাব্বিরকে পাশাপাশি এলাকায় ছয় মাস আগে বিয়ে করান। ঈদের আগে সে মায়ের কাছ থেকে শ্বশুর বাড়িতে আসে।পেশায় রাজমিস্ত্রি কাজ করে।

তার মা আরো বলেন,‘আগে ছেলের কোন রোগ ছিল না। কি থেকে এ ঘটনা হলো আল্লাহ জানে।’ ছব্বিরের স্ত্রী সীমা বলেন, ‘মাগরিবের পর থেকে তার স্বামী আবল তাবল কথা বলতেছিল।’

ঘটনার সময় স্থানিয় লোকজন সেখানে জড়ো হয়ে গাছের উপর শুয়া অবস্থায় নড়ে চড়ে না এমন অলৌকিক দৃশ্য সরজমিনে অবলোকন করেছে।এসময় উপস্থিত অনেকে আল্লাহকে স্মরণ করে উচ্চস্বরে দোয়া দরুদ পড়েন।

প্রতিবেদক- আশিক বিন রহিম

Share