চাঁদপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের পিবিএম বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ কোর্স ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়। পিবিএম বিষয়ক প্রশিক্ষণ কোর্সটি পর্যায়ক্রমে ১১ এপ্রিল শুরু হয়। পর পর ৬ টি ব্যাচটি বুধবার (২৬ এপ্রিল ) বিকেল সাড়ে ৫টায় সম্পন্ন হয় ।
সমাপনি অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইউনুস ফারুকী । এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক মো. মাসুদুর রহমান ও লিটন কান্তি দাস ।
৩ দিনের এ প্রশিক্ষণে ‘একটি স্বপ্নের স্কুল ’বানাতে পিবিএম এর ধারণা,জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন, উপকরণ, পিবিএম নির্দেশক,সেসিপ পরিচিতি,কৌশলগত পঞ্চবার্ষিকী পরিকল্পনা ,প্রাতিষ্ঠানিক মূল্যালন, কৃতিবৃত্তিক ব্যবস্থাপনা পদ্ধতি ও বিদ্যালয়ের উন্নয়নে কৌশলগত পরিকল্পনা ইত্যাদি বিষয় প্রশিক্ষণ কোর্সটির বিষয়বস্তÍু ছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর , নায়েম ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস,চাঁদপুরের সার্বিক ব্যবস্থাপনায় কোর্সটি পরিচালিত হচ্ছে । এ পর্যন্ত ৫ম ৪০ জন শিক্ষক-শিক্ষিকাকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ৮ : ১০ পিএম, ২৬ এপ্রিল ২০১৭, বুধবার
এজি