Home / চাঁদপুর / চাঁদপুরে পিকআপ ভর্তি জাটকাসহ আটক ২
পিকআপ

চাঁদপুরে পিকআপ ভর্তি জাটকাসহ আটক ২

চাঁদপুরে পিকআপ ভর্তি ৬’শ কেজিরও অধিক জাটকাসহ দুই জনকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। ২৫ এপ্রিল শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে চাঁদপুর শহরের মিশন রোড থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, মাছ নিয়ে যাওয়া ব্যক্তি মোস্তফা গাজী ও পিকআপ চালক আনোয়ার শেখ। 

জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০ টায় চাঁদপুরের হরিনা এলাকা থেকে ঢাকা মেট্টো-ন ১৯-৮৮৮৯ নম্বরের একটি পিকআপ ভ্যানে করে জাটকা মাছ গুলো শহরের বঙ্গবন্ধ সড়ক দিয়ে চাঁদপুরের বাহিরে নিয়ে যাওয়া হচ্ছিলো। গোপন সংবাদে এই তথ্য পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই মোঃ আওলাদ হোসেন সঙ্গীয়ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মিশন রোড মোড়ের বঙ্গবন্ধু সড়কের অভিমুখ থেকে তাদেরকে আটক করেন।

পরে চাঁদপুর জেলা প্রশাসনের সরকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট  সাজিদ  হক ভাম্যমান আদালত পরিচালনা করে তাদের দু,জনকে সর্বমোট ৫ হাজার দুই ২০০ টাকা ও জরিমানা করা হয়। এরমধ্যে গাড়ি চালক আনোয়ার শেখকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয় এক মোস্তফা গাজীকে ২০০ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেন ভাম্যমান আদালত।

এদিকে একটি সূত্র থেকে জানা যযায়, জাটকা ইলিশ রক্ষায় মার্চ এপ্রিল দুই মাস পদ্মা ও মেঘনা নদীতে অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। অসাধু মৎস্য ব্যবসায়ীরা প্রতি রাতে পিকআপ ভ্যান বোঝাই করে জাটকা ইলিশ পাচার করছে ঢাকায়। 

মৎস্য ব্যবসায়ীরা জানায়, অভয়শ্রম চলাকালীন সময়ে সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা জাটকা মাছ পাচারকারী মুক্তার চইদার জাহাঙ্গীর চইদার, মোস্তফা শেখ, সোলেমান সরকার, সজীব রাঢ়ী, ও রুবেল শেখ মিনি ট্রাক বোঝাই করে জাটকা পাচার করে লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি করেছে। গোপন সংবাদে এই তথ্য পেয়ে পিকআপ ও জাটকা গুলো আটক করে মডেল থানা পুলিশ। 

  জব্দকৃত মাছগুলো জেলা প্রশাসকের নির্দেশে কোল্ড স্টোরে নিয়ে রাখা হয়। পরবর্তীতে সেগুলো হতদরিদ্র অসহায় গরীব ও এতিমখানায় দেওয়া হবে বলে জানায় পুলিশ। 

প্রতিবেদক: কবির হোসেন মিজি,২৬ এপ্রিল ২০২৬