চাঁদপুর

সার্ভার ত্রুটি সমাধানের পর চাঁদপুর পাসপোর্ট অফিসের কার্যক্রম পুনরায় চালু

গত রোববার (২৭ আগস্ট) বৈদ্যুতিক গোলযোগে সার্ভার রুম পুড়ে যাওয়ায় চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম দু’দিন বন্ধ থাকার পর পুণরায় চালু হওয়ার খবর পাওয়া গেছে।

বিষয়টি সমাধানের পর মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল থেকে পাসপোর্ট অফিসের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়। এ দু’দিন পাসপোর্ট সেবা নিতে আসা মানুষজন কিছুটা ভোগান্তিতে পড়েন।

পাসপোর্ট অফিস সুত্রে জানা যায়, দুর্ঘটনার পর তৎক্ষনাৎ সার্ভার মেশিনটি ঢাকা হেড অফিসে পাঠানো হয়েছে সেইখান থেকে মেশিনটি মেরামত করে সোমবার (২৮ আগস্ট) রাতে চাঁদপুর পাসপোর্ট অফিসের আনা হয়।

তাই মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল থেকে পাসর্পোট অফিসের কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হয়।

এ ব্যাপারে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মুনতাকীম মো.ইব্রাহীম চাঁদপুর টাইমসকে জানান, ‘বন্ধ থাকার দিনে পাসপোর্ট করার জন্যে যারা এসেছে তাদের মোবাইল নাম্বার রাখা হয়েছে যোগাযোগ ও করা হয়েছে তারা যেন নির্দিষ্ট সময়ে পাসপোর্ট পায় সে ব্যবস্থা করা হচ্ছে।’

প্রতিবেদক :আনোয়ারুল হ্ক
আপডেট,বাংলাদেশ সময় ৫:১০ পিএম,২৯ আগস্ট ২০১৭,মঙ্গলবার
এজি

 

Share