চাঁদপুরে পানিতে পড়ে দেড় বছরের শিশুর করুণ মৃত্যু

চাঁদপুরে সোমবার (১৯ সেপ্টম্বর) দুপুরে এই ঘটনাটি ঘটে।পুকুরের পানিতে পড়ে দেড় বছরের শিশুর করুণ মৃত্যু হয়েছে।

শিশুটি সদর উপজেলার তপুরচন্ডি গ্রামের বেপারী বাড়ির সেকান্দর বেপারীর মেয়ে লামিয়া।

শিশুটির মামা চাঁদপুর টাইমসেক জানান, ‘সোমবার দুপুরে লামিয়া খেলতে খেলতে বাড়ির সকলের অগোচরে পাশের একটি পুকুড়ে পড়ে যায়।পরে বাড়ির লোকজন বহু খোঁজা-খুঁজি করে পুকুরে তার লাশ ভাসতে দেখে।’

পরে শিশুটিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লামিয়াকে মৃত ঘোষণা করেন।

শিশু লামিয়ার মৃত্যুর সংবাদ শুনে তার স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে।

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]প্রতিবেদক- আশিক বিন রহিম[/author]