উপজেলা সংবাদ

চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর টাইমস করেসপন্ডেন্ট:

চাঁদপুর সদর উপজেলার বাগাদী এলাকায় পানিতে ডুবে সামির (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে বাগাদী ইসলামপুর গাছতলা গ্রামের বেপারী বাড়িতে এই মৃত্যুর ঘটনা ঘটে। সামির ওই গ্রামের বেপারী বাড়ির মিন্টু বেপারীর ছেলে।

শিশুটির আত্মীয় মো. মোস্তফা চাঁদপুর টাইমসকে জানান, ‘সামিরের বাবা-মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। তাদের অজান্তে বাড়ির অন্য শিশুদের সাথে খেলতে গিয়ে সে পুকুরে পড়ে যায়। অনেক খুঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। পরে পুকুরে মৃতদেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সামিরকে মৃত ঘোষণা করেন।’

চাঁদপুর টাইমস- এমএস/ডিএইচ/2015।

Share