চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরাণ বাজার মেঘনা নদীতে ডুবে এমরান (৬) নামে শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বাজারের বাকালী পট্টি (মেঘনা নদীর দোপা ঘাটে) এই ঘটনা ঘটে। নিহত শিশু এমরান পুরাণ বাজার ১ নম্বর ওয়ার্ডের রিফিউজি কলোনীর বাসিন্দা বাকি বিল্লাহ শিকদারের ছেলে।
শিশুর চাচা মনির শিকদার জানান, দুপুরে অন্য শিশুদের সাথে এমরান নদীতে গোসল করতে যায়। পরে তাকে বিভিন্ন স্থানে খুঁজে না পাওয়ায় বিষয়টি দমকল বাহিনীকে জানানো হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় দমকল বাহিনী তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।
চাঁদপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স (নদী) ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার রফিকুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্য (ডুবুরি) নুরুল ইসলাম সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৭.৪৫ পর্যন্ত ওই ঘাটে চেষ্টা চালিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পিযুষ সাহা মৃত ঘোষণা করেন।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur