Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

চাঁদপুরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

চাঁদপুর সদর উপজেলা ও ফরিদগঞ্জে মঙ্গলবার  (১২ জুলাই) পৃথক সময়ে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে।

সকাল ৮টায় শহরের রামদাসদী এলাকায় মিনহা (১) বাড়ির উঠানে খেলা করা অবস্থায় পরিবারের লোকজনের চোখের আড়ালে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে তার পরিবার। পরে সকাল ৯টায় শিশু মিনহা পুকুরের পাড়ে ভেসে উঠে। পানি থেকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মিনহা রামদাসদী এলাকার খলিফা বাড়ির ইউসুফ খলিফার মেয়ে।

অপর আরেক ঘটনা, ফরিদগঞ্জ উপজেলার শোল্লা গ্রামের মাসুদ হোসেনের ১০ বছর বয়সী শিশু কন্যা নাসরিন পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়।

পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

About The Author

প্রতিবেদক- শরীফুল ইসলাম

: আপডেট, বাংলাদেশ সময় ১১:৩০ পিএম, ১২ জুলাই ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply