চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মঙ্গলবার (১৭ মে) দুপুর ১টায় মাসব্যাপী পাট পণ্য ও হস্তশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে।
আনুষ্ঠানকিভাবে মেলার উদ্বোধন করেন চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সুভাষ চন্দ্র রায়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের পরিচালক তমাল কুমার ঘোষ, হাজী আবুল কাশেম গাজী, ব্যবসায়ী হাফিজুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, শহীদ পাটওয়ারী, বর্তমান সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা প্রমুখ।
চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে ও ডেভেলপমেন্ট পেট্রোনাইজিং সোসাইটির (ডিপিএস) সহযোগিতায় এ মেলা চলবে রমজান মাস পর্যন্ত।
মেলায় পাটজাত পণসহ বিভিন্ন পণ্যের ৪০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।
স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৮:২৫ পিএম, ১৭ মে ২০১৬, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur