চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তালতলার জব্বার পাটওয়ারীর বাড়ীর পূর্ব পার্শ্বের মাঠে শনিবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে ৫শ’ ৩ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত যুবক বিষ্ণুদি তালতলা পাটওয়ারী বাড়ির ‘মাদক সম্রাট’ মনোয়ার হোসেন মুন্না পাটওয়ারী(৩৫)।
রোববার (২৯ জানুয়ারি) গোয়েন্দা পুলিশ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, উপ-পরিদর্শক (এসআই) আহসানুজ্জামান লাবু ও এএসআই মো. সোহেল রানা, আনিছুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মুন্নাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে চাঁদপুর চক্ষু হাসপাতালের পেছনের আরেক মাদক স¤্রাট পলাতক সবুজ মিজির কাছ থেকে পাইকারী মূল্যে ইয়াবাগুলো ক্রয় করেছে।
এ ব্যাপারে আহসানুজ্জামান লাবু মুঠোফোনে চাঁদপুর টাইমসকে জানায়, ‘পলাতক সবুজ মিজি ও গ্রেফতারকৃত মুন্না পাটওয়ারীকে আসামী করে চাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেছে। তারা দু’জনে বেশ কয়েকটি মাদক মামলার আসামী।’
প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ৯: ০০ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur