Home / চাঁদপুর / চাঁদপুরে পাঁচ শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
শতাধিক

চাঁদপুরে পাঁচ শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৫’শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সংগঠনটির সদস্যরা।

১১ জানুয়ারি শনিবার সকালে সংস্থার পক্ষ থেকে ৯ নং বালিয়া ইউনিয়ন ও ১৩ নং হানারচর, রাজরাজেশ্বর সহ বিভিন্ন ইউনিয়নে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার বিতরন করা হয়েছে ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এ এম মিজানুর রহমান বলেছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সংস্থা একটি উদীয়মান সামাজিক সংগঠন, যার মূল উদ্দেশ্য সমাজের পিছিয়ে পড়া এবং সুবিধাবঞ্চিত জনগণের জীবনমান উন্নত করা। আমরা সবসময় বিশ্বাস করি, যে কোনো সমাজের প্রকৃত উন্নতি তার সকল মানুষের সমান অধিকার, সুযোগ এবং সুরক্ষা নিশ্চিত করার মধ্যে নিহিত।

আমাদের সংস্থার লক্ষ্য হলো দরিদ্র, অসহায়, মেধাবী ছাত্র-ছাত্রী, কন্যাদায়গ্রস্ত পরিবার, শ্রমিক, কৃষক, প্রতিবন্ধী, নারী এবং বৃদ্ধদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। আমরা বিশ্বাস করি যে, একটি সুরক্ষিত এবং সমৃদ্ধ সমাজ গঠনে শুধু অর্থনৈতিক সহায়তা নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, এবং সামাজিক সচেতনতার পাশাপাশি সামাজিক নিরাপত্তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটি সমৃদ্ধ, ন্যায়সঙ্গত এবং দারিদ্র্যমুক্ত সমাজ গঠন করা।
কন্যাদায়গ্রস্ত পরিবারের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়, যাতে তাদের মেয়েদের সুরক্ষিত ও স্বাস্থ্যকর পরিবেশে বড় হতে সাহায্য করা যায়। মেয়েদের শিক্ষার জন্য সহায়তা, গৃহস্থালির খরচ, বিবাহ কাজে সহায়তা, এবং প্রয়োজনে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান করা হয়।

আমরা বিশ্বাস করি যে, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে একদিন একটি ন্যায়সঙ্গত এবং সুরক্ষিত সমাজ গড়ে উঠবে, যেখানে কোনো মানুষই দারিদ্র্য, অশিক্ষা কিংবা অযত্নের শিকার হবে না।
শেষে, আমি আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আমরা আরও উন্নতির পথে একসঙ্গে চলবো বলে আশা করি।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি আবদুস শুকুর মস্তান, সাংগঠনিক সম্পাদক এড. আবদুল কাদের খান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ,হানারচর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি, ডাঃ মোঃ ওমর ফারুক সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ১১ জানুয়ারি ২০২৪