Home / চাঁদপুর / চাঁদপুরে পাঁচ ইউপি চেয়ারম্যান কারাগারে
ইউপি

চাঁদপুরে পাঁচ ইউপি চেয়ারম্যান কারাগারে

চাঁদপুরে আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত পাঁচ চেয়ারম্যানকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে চাঁদপুর সদর উপজেলার আওয়ামী লীগ সমর্থিত পাঁচ চেয়ারম্যান আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

গ্রেফতারকৃতরা হলেন ৪ নং শাহ মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, ৯ নং বালিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিক উল্লাহ পাটোয়ারী, ৬ নং মৈশাদী ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম পাটোয়ারী, ১৩ নং হানারচর ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার রাঢী ও ২ নং আশিকাটি ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন।

উল্লেখ্য, গ্রেফতারকৃত ৫ চেয়ারম্যান মহামান্য হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের অগ্রিম জামিনে ছিলেন। জামিনের সময় শেষে মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। আদালতের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিজস্ব প্রতিবেদক, ১৮ মার্চ ২০২৫