চাঁদপুরে পাঁচটি আসনে মনোনয়ন জমা ৪৬ প্রার্থীর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মোট ৭০ জন প্রার্থী। এর মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৬ জন প্রার্থী।
সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। পাশাপাশি উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা রাতে এসব তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী চাঁদপুর জেলার পাঁচটি আসনে মনোনয়নপত্র জমা কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই আইন ও আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।”
তিনি আরও বলেন, “আগামী দিনে মনোনয়নপত্র যাচাই-বাছাইসহ পরবর্তী সব নির্বাচন কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে।”
“নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পুরো নির্বাচন প্রক্রিয়া আইন অনুযায়ী পরিচালিত হবে।”
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চাঁদপুর-১ (কচুয়া) আসনে ২৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৫ জন প্রার্থী। এর মধ্যে জমা দিয়েছেন ৭ জন।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২০ জন এবং জমা দিয়েছেন ১২ জন প্রার্থী।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৯ জন এবং সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৫ জন এবং জমা দিয়েছেন ১০ জন প্রার্থী।
এছাড়া চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১১ জন এবং জমা দিয়েছেন ৮ জন প্রার্থী।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
সাইদ হোসেন অপু চৌধুরী,
১৯ ডিসেম্বর ২০২৫