Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুরে পরিবেশ সংরক্ষণ আন্দোলনের মানববন্ধন ও পথসভা
চাঁদপুরে পরিবেশ সংরক্ষণ আন্দোলনের মানববন্ধন ও পথসভা

চাঁদপুরে পরিবেশ সংরক্ষণ আন্দোলনের মানববন্ধন ও পথসভা

আশিক বিন রহিম :

‘আমি তুমি মিলে বাংলাদেশ, আমরাই বাঁচাবো পরিবেশ’- এ শ্লোগান ধারণ করে ছাই থেকে মুক্তি ও নাপিত বাড়ি খাল রক্ষার দাবিতে মানববন্ধন ও পথসভা করেছে পরিবেশ সংরক্ষণ আন্দোলন কমিটি। এছাড়াও সচেতনতা বাড়াতে বৃক্ষ রোপণ ও ঝুড়ি বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে পুরাণবাজার লোহারপুল এলাকায় অনুষ্ঠিত পথসভায় সংগঠনে পৌর কমিটি সভাপতি ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছির চোকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর লতিফ গাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আশিক খান, সাবেক পৌর কমিশনার ও সংগঠনের সহ-সভাপতি ফরিদ আহমেদ বেপারী, শহর কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী।

এসময় বক্তারা বলেন, ব্যক্তির সুখের জন্যে আমরা আমাদের পরিবেশের ক্ষতি করতে পারি না। কারণ আমি যা রেখে যাবো তা আমাদের পরবর্তী প্রজন্ম এসে ভোগ করবে। আমরা যদি আমাদের পরিবেশের ক্ষতি করে যাই তবে আমাদের উত্তরসূরীরা আমাদের অভিশাপ দেবে।

বক্তারা আরো বলেন, পুরাণবাজারের আকাশে এখনো ছাই উড়ছে, অথচ যারা এর জন্য দায়ী তারা বিলাসিতার মাঝেই জীবনযাপন করছেন। মিল মালিকরা আমাদের কথা, আমাদের সন্তানদের কথা চিন্তা করছেন না। তাদের কারণে আজ আমাদের স্কুলগামী কোমলমতি শিশুদের চোখ নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। এটা কোনোভাবেই হতে দেয়া যায় না। অচিরেই এর বিরুদ্ধে জোরালো অন্দোলন গড়ে তোলা হবে।

পুরাণবাজার ঐতিহ্যবাহী নাপিত বাড়ি খালটি দিনে দিনে ভরাট হয়ে যাওয়ায় বক্তারা ক্ষোভের সাথে বলেন, এই খালটি শুধুমাত্র রাইস মিলের ছাই পড়ে ভরাট হয়ে যাচ্ছে। খালের দু’দিকেই বিভিন্ন পন্থায় দখলের চেষ্টা চলছে। এক সময় এই খালে এলাকার ছেলেমেয়েরা সাতাঁর শিখতো। অথচ আজ খালটি পানিশূন্য হয়ে পড়ছে। যে কোনো মূল্যেই হোক এই খালটি রক্ষা করতে হবে।

এ ব্যাপারে নগরপিতা ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করে বক্তারা বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখেই নাপিতবাড়ি খালটি ভরাট হওয়ার হাত থেকে রক্ষা করতে হবে।

সংঠনের ৩ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ৩নং ওয়ার্ডের সভাপতি বেলাল হোসাইন প্রমুখ।

পথসভা শেষে লোহারপোল ব্যবসায়ীদের মাছে ঝুড়ি বিতরণ ও ব্রিজ এলাকায় বৃক্ষরোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পুরাণবাজারের ব্যবসায়ী নেপাল সাহা, জেলা কমিটির প্রচার ও মিডিয়া সম্পাদক আশিক বিন রহিম, শহর কমিটির যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ সাগরসহ কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

শুক্রবার, ১২ জুন ২০১৫ ১০:২৪ অপরাহ্ন

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমসর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না