Home / চাঁদপুর / চাঁদপুরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে নারী আহত
চাঁদপুরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে নারী আহত
আহত জাহানারা

চাঁদপুরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে নারী আহত

আশিক বিন রহিম :

চাঁদপুর শহরের পুরাণ বাজারে পরিত্যক্ত হাত বোমার বিস্ফোরণে জাহানারা (৪৫) নামে এক নারী মারাত্মক আহত হয়েছে। তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৪ জুন বুধবার সকাল ৮টায় চাঁদপুর পুরাণবাজার পুরাতন ফায়ার সার্ভিস এলাকায়।

আহত জাহানারা জানান, ঘটনার দিন সকাল ৮টায় সে ঘরের ভিটেমাটি ঝাড়– দেওয়ার সময় পিড়ার মধ্যে একটি বক্স দেখতে পায়। বক্সটি খুলে দেখতে পায় তার মধ্যে কিছু কাঠের গুঁড়া রয়েছে। পরে বক্সটি ঘরের পাশে তালগাছের গোড়ায় ছুঁড়ে মারে। তখন বক্সটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে হাতবোমার স্পিøন্টারের আঘাতে আহত জাহানারা কপাল ও ডানপায়ে আঘাত পায়। বিস্ফোরণের শব্দে আশেপাশের লোকজন ছুটে আসে। আহত জাহানারাকে তার স্বামী হাসান সর্দার ও ছেলে ইমান সর্দার চাঁদুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি  করে।

এ ব্যাপারে চাঁদপুর পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মোল্লার চাঁদপুর টাইমসকে জানান, ‘গত ক’দিন যাবত পুরাণ বাজারে সংঘর্ষের ঘটনা ঘটছে। এ সংঘর্ষকারীরা হয়তোবা জাহানারার ঘরের কোণে হাতবোমাটি রেখেছে বলে ধারণা করা হচ্ছে।’
এ বিষয়ে চাঁদপুর মডেল একটি নাশকতা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

আপডেট:   বাংলাদেশ সময় : ১১ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, বুধবার ২৪ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ০৫:২৩ অপরাহ্ন

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না