তুমি যে নূরের নবী নিখিলের ধ্যানের ছবি
তুমি না এলে দুনিয়ায় আঁধারে ডুবিতো সবি”
এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামায়াতের চাঁদপুর জেলা শাখার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক বিশাল জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর শনিবার চাঁদপুর ছোট হাসান আলী মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত চেয়ারম্যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সভাপতি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।
নাজমুল হক আখছা এর সভাপতিত্বে মুফতি আব্দুল হাশেম শাহ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল,আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী গাছতলা দরবার শরীফ, আল্লামা মোশার হেলালী মুরলিয়া দরবার শরীফ, আল্লামা মফিজুল ইসলাম আবেদী আল্লামা রফিকুল ইসলাম হেলালী, আল্লামা মাসুদ হোসাইন, আল্লামা খাজা জোবায়ের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ বুলবুল সানাউল্লা, মাওলানা আনিসুর রহমান, জাকির হোসেন মিয়াজ, হাসান মজুমদার প্রমুখ।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,২৩ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur