উপজেলা সংবাদ

চাঁদপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিসভা

আশিক বিন রহিম :

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপনকল্পে চাঁদপুর জেলা প্রশাসকের আয়োজনে প্রস্তুতিসভা রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ লুৎফর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, ‘ঈদের দিন হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা রয়েছে। তাই এবারের রথ শোভাযাত্রা দুপুর আড়াইটা থেকে ৪টার মধ্যে শেষ করতে হবে। এ ব্যাপারে চাঁদপুর জেলা পূজা কমিটির আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন।’

তিনি আরো বলেন, ‘আমাদের মধ্যে যে সম্প্রীতির বন্ধন রয়েছে তা যেনো অটুট থাকে এ ব্যাপারে আমাদের সবার সজাগ থাকতে হবে।’

এ সময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদসহ জেলা সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এ সময় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় সর্বস্মতিক্রমে চাঁদপুর পৌর এলাকায় ঈদের নামাজের সময় নির্ধারণসহ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপডেট :   বাংলাদেশ সময় : ০৫:০৭ অপরাহ্ন, ২৭ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, রোববার ১২ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share