চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে পদ্মার ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক শতাধিক পরিবার। প্রতিবছর বর্ষার মৌসুমে ভাযনের কবলে পড়ে এই ইউনিয়নের মানুষে। নিজেদের গড়া ভিটে মাটি ছেড়ে কেড়ে নেয় রাক্ষুসী নদী।
গত কয়েকদিন ধরে চাঁদপুরের দুর্গমচর রাজরাজেশ্বরের বিস্তীর্ণ এলাকা প্রমত্তা পদ্মার ভয়াল থাবায় বিলীন হতে চলেছে। উজানের তীব্র পানির চাপ দক্ষিণের সাগরে নামতে থাকায় রুদ্রমূর্তি ধারণ করেছে পদ্মা নদীর চাঁদপুর অংশটি। এতে নদীপাড়ের রাজরাজেশ্বর ইউনিয়নের মান্দেরবাজার, ঢালিকান্দি, রাজারচর, মজিদকান্দি, লক্ষ্মীরচরসহ আরো কয়েকটি চর ভয়াবহ ভাঙনের কবলে পড়ে।

কয়েকদিনের অব্যাহত এমন ভাঙনে ইতিমধ্যে প্রায় ৪০০ বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। এতে বাদ পড়েনি ফসলি জমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং ছোট বাজারও।
এবার ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে নব-নির্মিত ওমর আলী উচ্চ বিদ্যালয় ও সাইক্লোন সেন্টার। ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় অনেকেই ঘর-বাড়ি আগে থেকে সরিয়ে নিতে দেখা গেছে। এ ভাবে নদী ভাঙন দেখা দিলে হয়তো এক সময় চাঁদপুর সদর উপজেলার মানচিত্র থেকে রাজরাজেস্বর নামটি হারিয়ে যাবে।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,২০ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur