চাঁদপুরে ন্যাশনাল চিলড্রেন টাক্সফোর্সের ঈদ বস্ত্র বিতরণ

চাঁদপুর জেলা শিশু একাডেমির সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেন টাক্সফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বৃহস্পতিবার বেলা ১২টায় একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন বলেন,‘এতিম অসহায় শিশুদের মাঝে আমাদের সকলের এগিয়ে আসতে হবে। আজকের শিশুরা আগামি দিনের ভবিষ্যৎ । সমাজে অসহায় শিশুরা সুন্দরভাবে বেঁচে থাকতে পারে সে দিকে সকলকে এগিয়ে আসতে হবে।’

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদের সভাপত্বিতে ও জেলা শিশু একাডেমির প্রশিক্ষক মৃনাল সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকার মজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মতিয়া চৌধুরী, সহ সভাপতি আশরাফ, সাধারণ সম্পাদক নিরব, যুগ্ম সম্পাদক আজম শিশু বিষয়ক সম্পাদক হিমু, চাঁদপুর টাইমস করেসপন্ডেন্ট মোঃ আনোয়ারুল হক, শিশু সাংবাদিক জান্নাত, ইয়াছমিন, সদস্য ফাহিম প্রমুখ।
অনুষ্ঠানে অসহায় শিশুদের মাঝে মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৬:০০ পিএম, ৩০ জুন ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Share