চাঁদপুরের পদ্মা ও মেঘনায় আবারো বিশেষ অভিযান চালিয়েছে নৌ পুলিশ। ২২ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই দুই নদীতে অভিযান চলে। এতে নেতৃত্ব দেন নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পঙ্কজ চন্দ রায়, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। অভিযান শেষে বিকেলে নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান জানান, নৌ পুলিশের ১৫ শ সদস্য ৭০টি স্পিডবোট ছাড়াও ইঞ্জিনচালিত দেশি নৌকা নিয়ে দেশের ৬টি অভয়াশ্রমে জাটকা সংরক্ষণে মার্চ ও এপ্রিল পুরোপুরি তৎপর থাকবে।
এসময় চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে কাগজপত্রবিহীন ৭টি বাল্কহেড আটক এবং জব্দ করা হয়েছে ৫ লাখ মিটার কারেন্ট জাল।
পরে জব্দ করা এসব জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া আটক করা বাল্কহেড চাঁদপুর নৌ থাবায় নিয়ে আসা হয়।
এদিকে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, পদ্মা ও মেঘনায় জাটকাসহ সবধরনের মাছের পোনা রক্ষা, বেপরোয়া ও অবৈধ নৌযান চলাচল বন্ধ করতে নৌ পুলিশ তৎপর রয়েছে। শুধু তাই নয়, আগামী মার্চ ও এপ্রিল ওই দুই মাস জাটকা সংরক্ষণে পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে রাতদিন নৌ পুলিশের টহল জোরদার থাকবে।
প্রসঙ্গত, এর আগে চলতি মাসে আরো দুই দফায় পদ্মা ও মেঘনা নৌ পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
স্টাফ করেসপন্ডেট, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur