Home / চাঁদপুর / চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ২৫০ মণ জাটকা জব্দ
চাঁদপুরে
সদর উপজেলার লালপুর এলাকায় এই অভিযান চালানো হয়

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ২৫০ মণ জাটকা জব্দ

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৫০ মণ জাটকা জব্দ করেছেন নৌ পুলিশ। সদর উপজেলার লালপুর এলাকায় এই অভিযান চালানো হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে লালপুর এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় ২৫০ মণ জাটকাবোঝাই একটি ট্রলার জব্দ করা হয়। এসব জাটকা ঢাকায় পাচার করা হচ্ছিল।

নৌ-পুলিশের এসপি মো. কাজরুজ্জামান বলেন, রবিবার দুপুরে চাঁদপুর নৌ থানায় জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায়, অসহায়-গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়।

তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। নৌ-পুলিশ সব সময় তৎপর রয়েছে। নদীতে জাটকা নিধন রোধসহ সকল প্রকার অবৈধ কার্যক্রম রোধে কাজ করছে পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন সিকদার, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুবুর রহমানসহ নৌ পুলিশের সদস্যরা।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট,০৪ এপ্রিল, ২০২১;