চাঁদপুর

চাঁদপুরে নৌ-পথে নিষিদ্ধ পলিথিনের দায়ে ৬ জনের কারাদণ্ড

চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে চাঁদপুরের মেঘনা নদী থেকে ১শ’ ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও ৬ জনকে আটক করা হয় ।

বুধবার (২৮ মার্চ) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করার পর আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মধ্যেমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয় ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুর রহমান।

এসময় পলিথিন পরিবহন করার দায়ে হাইমচর উপজেলার জালিয়ার চর এলাকার মোহাম্মদ আলী মাঝির ছেলে মো : রাসেল (২৫) কে ৭দিন, মরন হাওলাদার ছেলে জহিরুল ইসলাম (৩৫), আ: জব্বার গাজীর ছেলে মো:শওকত (২৫) , কাশেম হাওলাদারে ছেলে মো: আ: রশিদ (৩২), হাসিম বেপারীর ছেলে জাহাঙ্গীর(২৯) কে ৩ দিন ও আহমেদ আলীর ছেলে নূর ইসলাম (২৮) কে ২দিনের জন্য ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেয়া হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমন জানান, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন-এর বিরুদ্ধে অত্র কার্যালয়ের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক- আনোয়ারুল হক

Share