চাঁদপুর

চাঁদপুরে নৌপুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৭

চাঁদপুরে নৌপুলিশের ওপর হামলার ঘটনায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে চাঁদপুর নৌপুলিশের উপপরিদর্শক মো. জহিরুল হক বাদী হয়ে মামলা দায়ের করেন।

চাঁদপুর নৌ থানার ওসি কবির হোসেন খান জানান, ইতোমধ্যে এই মামলায় সাতজনকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

রোববার (২৫ অক্টোবর) সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকায় নৌপুলিশের বিশাল একটি বহর মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করেন। এ সময় কয়েকশ’ জেলে তাদের ওপর হামলা করে। এতে নৌপুলিশের অতিরিক্ত ডিআইজিসহ অন্তত ২০ জন পুলিশ আহত হন। এদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সহকারী পুলিশ সুপার মো. হেলালউদ্দিনসহ আরও কয়েকজনকে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে নৌপুলিশের বহরে হামলার ঘটনার পর চরে গ্রেফতার আতঙ্কে রয়েছে অনেক জেলে ও অনেকে এলাকা ছেড়ে গাঢাকা দিয়েছেন।

প্রজনন মৌসুম শুরু হওয়ায় গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ বিচরণ করে এমন নদ-নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় বিক্রয়, পরিবহন ও মজুতও নিষিদ্ধ করা হয়।

করেসপন্ডেট,২৯ অক্টোবর ২০২০

Share