চাঁদপুর শহরের নিশি বিল্ডিং এলাকায় নেশার টাকা পরিশোধ করতে না পেরে পাওয়নাদারদের চাপের করণে ৩ সন্তানের জনক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
৫ সেপেটম্বর শনিবার সকালে উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং মোল্লা বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
জানা যায়, মোল্লাবাড়ির আবুল হোসেন মোল্লার ছেলে ৩ পুত্র সন্তানের জনক মুনসুর মোল্লা (৪০) মাদকসেবন করতো। তাছাড়া জুয়া খেলতো বলে তার পরিবার জানায়। মাদক ও জুয়ার জন্য টাকা ধারদেনায় সে জড়িত ছিল। পাওয়নাররা টাকার জন্য গত কয়েক দিন ধরে চাপ সৃষ্টি করে। টাকা জোগাড় করতে না পারায় সে ঘরের পাশের মন্ডফল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এদিকে সকালে চাঁদপুর মডেল থানা পুলিশকে খবর দেয়া হলে উপ-পরিদর্শক বিল্পব কুমার নাহা ঘটনাস্থল থেকে মুনসুর মোল্লার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
করেসপন্ডেট,৬ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur