Home / চাঁদপুর / চাঁদপুরে নিয়মনীতি তোয়াক্কা না করে চলছে ৩৪ ইটভাটা
Kona-jigjug-briks-field
ছবিতে কনা ঝিকঝাক ইটভাটা

চাঁদপুরে নিয়মনীতি তোয়াক্কা না করে চলছে ৩৪ ইটভাটা

চাঁদপুর জেলায় কাগজপত্রে ইটভাটা রয়েছে ১২৪ টি। আর নিয়মনীতি না মেনেই চলছে ৩৪টি ইটভাটা । আবার ৫৭টি ইটভাটা হাইকোর্টে মামলা চালিয়ে যাচ্ছে।

ইট প্রস্তুত ও ইট ভাটা স্থাপন সংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ের জন্য দেশে আইন রয়েছে। আইন থাকলেও এ আইনের প্রয়োগ লক্ষণীয়। স্থান নির্বিশেষে ক্রমবর্ধমান ইটভাটা দেখে সে ধারণাই হয়।

চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলায় ১শ’ ২৪টি ইট ভাটা রয়েছে। তার মধ্য ৩৪টি এখনও নিয়মের মধ্য আসছে না। নিয়মনিতি না মেনে এখন চালাচ্ছে ৩৪ টি ইট ভাটা। এছাড়া বাকি ৯০টি ইট ভাটাকে আধুনিকরণ করা হয়েছে। তবে চাঁদপুর জেলা পরিবেশ কার্যালয় সূত্রে জানা গেছে জেলার ১শ’ ২৪টি ইট ভাটার মধ্য প্রায় ৫৭ টি ইট ভাটা মালিক পক্ষ থেকে হাইকোর্টে মামলা চলমান রয়েছে।

চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানাযায়, জেলায় ১শ’ ২৪টি ইট ভাটার মধ্য ৩৪টি ইট ভাটার চিমনি ১শ’ ২০ ফিট লম্বা না হওয়ার কারণে ইট প্রস্তুত করা নিষেধ রয়েছে। তবে তার মধ্য ২৫টি ইট ভাটার কার্যক্রম চালু রয়েছে। তবে ৩৪টির মধ্য ২২টি ইট ভাটার মালিক পক্ষ হাইকোর্টে মামলা করেছে। এ জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় নি। এ ছাড়া অন্য ইটভাটা গুলোর বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থ গ্রহণ করা হবে।

চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজি সুমন জানান, আমরা ইটভাটাগুলো নজর দারি করছি। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পেলে অথবা পরিদর্শনে গিয়ে অনিয়ম দেখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গগত ,২৭ জানুয়ারি একটি ইট ভাটার বিরুদ্ধে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

করেস্পন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০১৯

Leave a Reply