জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির গণতন্ত্র রক্ষার আন্দোলনে নিহত চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী লিমন ছৈয়াল ও আরজুর পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
৩০ আগস্ট রোববার সকাল ১১টায় চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আয়োজনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহায়তায় এই নগদ অর্থ বিতরণ করা হয়।
লিমন ছৈয়াল ও আরজুর পরিবারের হাতে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকার এই নগদ অর্থ সহায়তা তুলে দেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও চাঁদপুর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সাধারণ সম্পাদক হজরত আলী ঢালী, সাংগঠনিক সম্পাদক সোলায়মান ঢালী, সিনিয়র সহ-সভাপতি মেরাজ আহমেদ চোকদার, সদর থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোকন মিজি, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নয়ন ভুঁইয়া, জাকির, ওসমান প্রমুখ ।
প্রতিবেদক:আশিক বিন রহিম,৩০ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur