চাঁদপুর

চাঁদপুরে নিহত যুবদল নেতাদের পরিবারকে তারেক রহমানের উপহার ও যুবদলের ইফতার

চাঁদপুরে বিএনপির আন্দোলন-সংগ্রামে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতাকর্মীদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার প্রদান করা হয়েছে। পবিত্র রমজান মাসে ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এই বছর আলাদা আলাদাভাবে ৬ জনের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তার এই উপহার তুলে দেয়া হয়।

আন্দোলন-সংগ্রামে নিহত নেতাকর্মীরা হলেন, ফরিদগঞ্জ উপজেলার বাবুল ভুইয়া, জাহাঙ্গীর আলম, আরিফ হোসেন, কচুয়া উপজেলার দেলোয়ার হোসেন দুলাল, ছোট জামাল, চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের ফারুক হোসেন।

চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ চাঁদপুর টাইমসকে এ তথ্য জানান।

তারা জানান, ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের দুঃশাসন ও নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন জোটগত দলগুলোর অসহযোগ আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে ফরিদগঞ্জ উপজেলার বাবুল ভুইয়া, জাহাঙ্গীর আলম, আরিফ হোসেন, কচুয়া উপজেলার দেলোয়ার হোসেন দুলাল, ছোট জামাল, চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের ফারুক হোসেনসহ ৬ যুবদল নেতা নিহত হয়।

এছাড়াও একই আন্দোলনে বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বহু নেতাকর্মী শাহাদাৎ বরণ করে। এরপর থেকে প্রতিবছরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারগুলকে দলের পক্ষ থেকে অর্থসহায়তা দিয়ে আসছেন। সেই ধারাবাহিকতায় বর্তমান কঠিন সময়ের মধ্যেও পবিত্র রমজান মাসে ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এই বছরও সমগ্র বাংলাদেশের সাথে চাঁদপুরেও গণতান্ত্রিক আন্দোলনে শহীদ পরিবারের জন্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণ-২০২০ কর্মসূচি হাতে নেয়া হয়।

এদিকে করোনা ভাইরাস পরিস্থিতিতে চাঁদপুরে প্রায় ৩ হাজার কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে জেলা যুবদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের মাধ্যমে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ এই তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, করোনা পরিস্থিতিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে এবং জেলা বিএনির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের অনুপ্রেরণায় প্রায় ৩ হাজার পরিবারের মাঝে জেলা যুবদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এরমধ্যে চাঁদপুর পৌর এলাকায় ২শ’ এবং সদর উপজেলা এলাকায় ৬শ’ সহ সকল উপজেলায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

প্রসঙ্গত, রমজানের প্রথম দিন জেলা যুবদলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন আকাশ ব্যক্তিগত উদ্যোগে কয়েকশ’ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেন।

প্রতিবেদক : আশিক বিন রহিম, ২৯ এপ্রিল ২০২০

Share