চাঁদপুর

চাঁদপুরে নিহত গৃহকর্মীর মরদেহ হস্তান্তর

চাঁদপুর শহরের পৌর ১২নং ওয়ার্ডের মিশন রোডস্থ ফায়ার সার্ভিস এর পেছনে বাড়ির মালিক মহিউদ্দিনের ৩য় তলায় তামান্না আক্তার সুখী (১৮) নামের গৃহকর্মীর মরদেহ ১৮ এপ্রিল মঙ্গলবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করেছে মডেল থানা পুলিশ।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। যার নং ২/১৮। তারিখ ১৮-৪-১৭ইং।

মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই (উপ-পরিদর্শক) মো. কামরুজ্জামান জানায়, রাতে বরিশাল থেকে আসা গৃহকর্মী তামান্নার পরিবারের লোকজনের কাছে মরদেহটি ময়না তদন্ত শেষে স্থানান্তর করা হয়। তবে তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, চাঁদপুর শহরের পৌর ১২নং ওয়ার্ডের মিশন রোডস্থ ফায়ার সার্ভিস এর পেছনে বাড়ির মালিক মহিউদ্দিনের ৩য় তলায় মঙ্গলবার আনুমানিক দুপুর ১২টায় গৃহকর্মী তামান্না আক্তার সুখী (১৮) নামের এক গৃহকর্মীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বরিশালের ফারুক হাওলাদারের মেয়ে তামান্না আক্তার সুখীকে ৫বছর বয়সে গৃহের কাজ করার জন্য খলিল রহমান চাঁদপুরে নিয়ে আসে। তারপর থেকেই তামান্না তার বাড়িতে গৃহকর্মীর কাজ করছিল।

এ সংক্রান্ত আগের প্রতিবেদনটি দেখুন- চাঁদপুর শহরে বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ১: ১৩ পিএম , ২০ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Share