আশিক বিন রহিম | আপডেট: ০৯:১৮ অপরাহ্ণ, ০৩ আগস্ট ২০১৫, সোমবার
চাঁদপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন। সোমবার বিকেলে মেঘনা নদীতে দু`টি লঞ্চে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ২ হাজার ২শ কেজি পলিথিন আটক করা হয়।
এ ঘটনায় কেউ আটক হননি। আটক করা কারেন্ট জাল চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর তীরে পুড়িয়ে ফেলা হয় এবং পলিথিন পরিবেশ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়। এসময় কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন লে. কমান্ডার হাবিবুর রহমান চাঁদপুর টাইমসকে জানান, মেঘনা নদীতে যাত্রীবাহী এমভি জাহিদ-৪ নামের লঞ্চ হতে ২ হাজার ২শ কেজি পলিথিন এবং এমভি আল্লার মর্জি-১ হতে ২ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। আটককৃত পলিথিন ও জালের মূল্য ৫৩ লাখ ৩০ হাজার টাকা।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur