Home / সারাদেশ / ‘ঝুঁকি নিয়ে লঞ্চ চালাবেন না’
Launch ghat
ফাইল ছবি

‘ঝুঁকি নিয়ে লঞ্চ চালাবেন না’

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম লঞ্চ মালিক ও ঘাট ইজারাদারদের উদ্দেশে বলেছেন, সব সময় মনে রাখবেন জীবনের মূল্য অনেক বেশি। সামান্য কিছু লাভের আশায় মানুষের জীবন ঝুঁকিতে পড়ে এমন শঙ্কা নিয়ে লঞ্চ চালাবেন না।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে তার নিজস্ব অফিসে ঢাকা থেকে শরীয়তপুরের সুরেশ্বরে চলাচলকারী লঞ্চ মালিক ও ঘাটের ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, মালিকদের এ বিষয়ে নজর দিতে হবে। ঝড়বৃষ্টি শুরু হয়ে গেছে, এই সময়ে অতিরিক্ত যাত্রী বহন করবেন না। একই সঙ্গে যাত্রী যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখবেন।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, শরীয়তপুর জেলা পরিষদের সদস্য এনায়েত উল্লাহ মুন্সী, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাঢ়ী, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণত সম্পাদক আতিকুর রহমান মানিক, জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন বালা প্রমুখ।

বার্তা কক্ষ
১০ এপ্রিল,২০১৯