চাঁদপুর শহরের মমিনপাড়া এলাকা থেকে মো. আশিক (২২) নামে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ মার্চ) সকাল ৯টায় ওই এলাকার সেলিম প্রধানিয়ার নির্মাণাধীন বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
আশিক নওগাঁ জেলার পুরশা থানার বালা শহীদ এলাকার রমিজ আলীর ছেলে। পেশায় নির্মান শ্রমিক।
চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ঠিকাদার মো. মিজানুর রহমান ওই ভবনের নির্মাণ কাজ করে আসছেন। এ কাজে তিনি ১০জন শ্রমিক নওগাঁ জেলা থেকে এনেছেন। এর মধ্যে আশিকও রয়েছে।
শনিবার (৩ মার্চ) দিনগত রাত সাড়ে ১০টার দিকে ১০ শ্রমিক রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। এরপর ভোর ৬টার মধ্যে কোন এক সময় ওই বাড়ীর ৬ষ্ঠ তলায় উপরে সিলিং এর রডের সাথে রশি পেছিয়ে আশিক আত্মহত্যা করে। পরে সকালে অন্য শ্রমিকরা এ অবস্থা দেখে বাড়ি মালিককে জানালে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উল্যাহ ওলি জানান, যুবকের আত্মহত্যার প্রাথমিক কোনো কারণ জানা যায়নি। তবে প্রেমজনিত কারণে আত্মহত্যা করতে পারেন। দুপুরে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের অভিভাবক আসলে মরদেহ হস্তান্তর করা হবে।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur