চাঁদপুর পাওয়ার প্লান ১১৫ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের চলমান নির্মাণ কাজের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এতে নির্মাণাধিন বিদ্যুৎ কেন্দ্রের স্থাপনা ভাংচুর এবং ইঞ্জিনিয়কে আহত করা হয়েছে।
সোমবার ২৯ জুলাই সকাল ১০ টার সময় চাঁদপুর শহরের ইচুলী ঘাটের দক্ষিণ পাশের সাবেক জেনিস ইটভাটা এলাকায় এ হামলা ও ভাংচুরে ঘটনাটি ঘটে।
হামলায় নির্মান কাজের সরঞ্জামাদির মালামালের গুদাম ও একটি অফিস ঘর কুপিয়ে এবং লাঠিসোঁটা দিয়ে ব্যপক ভাংচুর করা হয়। এসময় কাজের স্থলে থাকা বিদ্যুৎ কেন্দ্রোর দু’জন ইঞ্জিনিয়রকে হামলা করে আহত করা হয় বলে তারা জানায়। আহতরা হলেন, ইঞ্জিনিয়র বশির ও ইঞ্জিনিয়র রাসেল।
তারা দু’জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
আহত ইঞ্জিনিয়র বশির জানায়, স্থানীয় কিছু যুবক আগের দিন আমাদের কাছে ৫লাখ টাকা চাঁদা দাবী করে। ওই টাকা না দেয়ায়, তারা সোমবার বিকেলে পরিকল্পিতভাবে প্রায় ৪০/৫০জন যুবক এ হামলা চালায়।
এ ব্যাপারে কতৃপক্ষকে জানানো হয়েছে।
জানা যায়, এ প্রকল্পটি প্রধানমন্ত্রীর আগ্রাধিকার প্রকল্প। ফলে ১৮ মাসের মধ্যে এর কাজ শেষ করে প্রডাকশন করার কথা রয়েছে। এজন্যে দ্রুত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করার কথা রয়েছে।
প্রতিবেদক- আশিক বিন রহিম, ২৯ জুলাই ২০১৯