ক্রাউন সিমেন্ট কোম্পানি লিমিটেড -এর উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে নির্মাণ শিল্পীদের নিয়ে দিনব্যাপী মতবিনিময় সভা, মধ্যাহ্নভোজ, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শনিবার চাঁদপুর ক্লাবে ক্রাউন সিমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় ও ক্রাউন সিমেন্ট চাঁদপুরের এক্সক্লুসিভডিলার মেসার্স মোশারফ হোসাইন -এর সার্বিক সহযোগিতায় এই আয়োজন করা হয়।
দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজনে চাঁদপুরের ৮ উপজেলা এবং রায়পুর উপজেলার নির্মাণ প্রকৌশলী এবং নির্মাণ শিল্পের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে র্যাফেলের মাধ্যমে পুরস্কার বিতরণসহ অংশগ্রহণকারী নির্মাণ শ্রমিকদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২জনকে ক্রাউন সিমেন্টের ব্যবস্থাপনায় ওমরা হজ্বেথ জন্য মনোনীত করা হয়।
নির্মাণ শিল্পীদের নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ক্রাউন সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান মুরাদ, ক্রাউন সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন, চাঁদপুর জেলা মহিলা দলের সহ-সভাপতি নাইমা মোশারফ, ক্রাউন সিমেন্টের ডেপুটি ম্যানাজার ইঞ্জিনিয়ার আদিব উজ্জামান, প্রণব সাহা, মোঃ ইমন, চট্টগ্রাম বিভাগীয় ডিভিশন প্রধান ইঞ্জিনিয়ার মহসিন, জেনারেল ইনচার্জ মোহাম্মদ সোলায়মান ও সোহেল মিয়া, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন -এর পুত্র মারজুক মুহিত ঐশ্বর্য প্রমুখ।
ক্রাউন সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন তার বক্তব্য বলেন, আজকের এই আয়োজন মূলত আমাদের ক্রাউন সিমেন্টের সাথে সংশ্লিষ্ট পরিবারের মিলনমলা। আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতায় ক্রাউন সিমেন্ট বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সিমেন্ট কোম্পানি। প্রতিটা মানুষের স্বপ্ন থাকে একটি সুন্দর বাড়ি নির্মাণের। আর আপনারা সেই স্বপ্ন বাস্তবায়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন। আমাদের এই বৃহত্তর পরিবারের পারস্পরিক ভাতৃত্ব, সৌহার্দ্য এবং সম্প্রীতি আগামী দিনেও অটুট থাকবে বলে আমি আশা রাখি।
আয়োজনে কুষ্টিয়ায় ঐতিহ্যবাহী নানা নাতির গাম্ভীরা এবং ঢাকা থেকে আগত শিল্পীদের মনোমুগ্ধকর সংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করা হয়।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
১৫ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur