Home / চাঁদপুর / চাঁদপুরে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ
চাঁদপুরে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ

চাঁদপুরে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ

নির্বাচন কমিশনার শাহনেওয়াজ শনিবার (৩ ডিসেম্বর) ব্যক্তিগত সফরে চাঁদপুরে এসেছেন।

এসময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে আলোচনা সাপেক্ষে নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে ।

তিনি বলেন, ‘আগামী ১৪ ডিসেম্বর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের উপরই নির্ভর করবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত।’

এদিকে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে সব ধরণের পরিবেশ সৃষ্টি করার পরও বিএনপি বা অন্য কোনো দলের নির্বাচনে বিরত থাকার বিষয়ে নির্বাচন কমিশন কোনো কিছু ভাবছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ।

প্রতিবেদক- শরীফুল ইসলাম : আপডেট, বাংলাদেশ সময় ২:০০ এএম, ৪ ডিসেম্বর ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply