চাঁদপুর

চাঁদপুরে পৌরসভা নির্বাচন উপলক্ষে মতবিনিময় ও প্রস্তুতি সভা

আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌর বিএনপির আয়োজনে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় শহরের বিপনীবাগস্থ পার্টি হাউজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।

পৌর বিএনপির সাধারন সম্পাদক অ্যাডঃ হারুনুর রশীদের পরিচালনায় বক্তরা বলেন, বর্তমানে গনতন্ত্র যখন পদপৃষ্ট ঠিক সেই সময়ে চাঁদপুর পৌরসভা নির্বাচন। সারাদেশের ন্যায় চাঁদপুরের জনগন ভোটাধিকার থেকে বঞ্চিত। রাতের আধারে এখন ভোট হয়ে যায়। সুষ্ঠ নির্বাচন হলে শুধু চাঁদপুর পৌরসভা নয়, সারাদেশে আওয়ামী লীগের প্রার্থীদের চরম ভরাডুবি হবে। দেশের মানুষ ন্যায় প্রতিষ্ঠায় জনগনের ভোটাধিকার ফিরে পেতে মরিয়া। চাঁদপুর পৌরসভা নির্বাচনে অংশগ্রহন আমাদের একটি আন্দোলনের অংশ। ভোট বিপ্লবের মাধ্যমে এ জুলুমবাজ সরকারকে বুঝিয়ে দিতে হবে চাঁদপুর পৌরসভাবাসী এ সরকারকে প্রত্যাখান করেছে।

বক্তারা আরো বলেন,সবাইকে প্রস্তুতি নিতে হবে যে কোন পরিস্থিতিতে নির্বাচন হোক না কেন বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে। দল থেকে শেখ ফরিদ আহমেদ মানিক যাকে মনোনয়ন দিবে তাকে নিয়েই তৃনমূল নির্বাচনে ঝাপিয়ে পরবে। ব্যক্তি নয়,ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

এ সময় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আফজাল হোসেন, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সহ সভাপতি শহিদুল ইসলাম মক্কু, আহসান উল্ল্যাহ পাটওয়ারী সেন্টু, মজিবুর রহমান, মোস্তফা বন্দুকসী, কোষাধক্ষ্য কাইয়ুম খান, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সস্পাদক ইব্রাহিম কাজী জুয়েল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার ,তাঁতী বিষয়ক সম্পাদক শামীম জমাদার, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক কাজী মাইনুল হক জীবন, ২নং ওয়ার্ডের সভাপতি ফরিদ আহমেদ বেপারী, ৩নং বিএনপির সভাপতি সৈয়দ আহমেদ, ৪নং ওয়ার্ডের বিএনপির,সাধারন সম্পাদক রহমান মিয়াজী,৫নং ওয়ার্ডের সভাপতি কাউন্সিলর আলমগীর হোসেন খান সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।

প্রতিবেদক:আশিক বিন রহিম,৭ সেপেটম্বর ২০২০

Share