চাঁদপুরে নিরাপদ খাদ্য আইনে অপরিচ্ছন্নতা, নিন্ম মানের পণ্য বিক্রয়, বেশী দামে পন্য বিক্রয়,পন্যের মূল্যে ঘষামাঝাসহ নানা কারণে ৮টি নিয়মিত মামলা দায়ের করেছে আদালত।
২৩ নভেম্বর সোমবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসাইন।
এ সময় চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিম হোসেন শেখ, জেলা স্যানেটারি ইন্সপেক্টর এস এম সাইফুদ্দিন, ফুড ইন্সপেক্টর নাছির উদ্দিন, চাঁদপুর মডেল থানার এএসআই জ্ঞানময়সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানগুলো হলোঃ এলিট চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টার, লঞ্চঘাট এলাকার রিয়াদ স্টোর, সিকদার স্টোর, মাইন স্টোর, মামুন স্টোর, বিআইডব্লিউটিএ ক্যান্টিন, সেলিম হোটেল ও শহরের কালিবাড়ি এলাকার ভূঁইয়া বিগ বাজার।
জেলা স্যানেটারি ইন্সপেক্টর এস এম সাইফুদ্দিন জানায়, নানা অনিয়মের কারনে ৮টি প্রতিষ্ঠানেরর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে এলিট চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টার, লঞ্চঘাট এলাকার রিয়াদ স্টোর, সিকদার স্টোর, মাইন স্টোর, মামুন স্টোর, বিআইডব্লিউটিএ ক্যান্টিন, সেলিম হোটেল কে ৩ ডিসেম্বর ও শহরের কালিবাড়ি এলাকার ভূঁইয়া বিগ বাজার কে ৭ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করা হয়। অভিযানে কিছু পণ্য জব্দ করা হয়।
স্টাফ রিপোর্টার,২৩ নভেম্বর ২০২০