সম্প্রতি চাঁদপুর শহরে একের পর এক চুরি ও ডাকাতির ঘটনার পর নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম জোরদার করেছে জেলা পুলিশ। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর রাত থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট।
পুলিশ সূত্রে জানা গেছে, শহরের ওয়ারলেস মোড়, চিত্রলেখা মোড়, পুরান বাজার ব্রীজসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের চৌকস টিম অবস্থান নিয়ে সব ধরনের যানবাহনে তল্লাশি চালায়। এ সময় বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া বলেন, “চাঁদপুর শহরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও সব ধরনের চুরি-ডাকাতি প্রতিরোধে জেলা পুলিশ সুপারের নির্দেশে শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়া চোরাকারবারি, মাদক ও অসামাজিক কার্যকলাপ রোধে এখন থেকে নিয়মিতভাবে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।”
প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব
২৯ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur