স্টাফ করেসপন্ডেন্ট :
ট্রাকে অগ্নিসংযোগে হেলপার নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শহর বিএনপির সভাপতি অ্যাড. সলিম উল্যা সেলিমকে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসরুর সালেকীন জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
চাঁদপুর আদালতের জিআরও সুজন কুমার জানান, ‘গত মার্চ মাসে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকায় ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় এক হেলপার নিহত হয়। এই ঘটনায় পুলিশ ২২ জনের নাম উল্লেখসহ ক’জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করে।’
আসামি পক্ষের আইনজীবী অ্যাড. শামসুল হক মণ্টুু জানান, ‘এই মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর বিএনপি নেতা অ্যাড. সলিম উল্যা সেলিম আদালতে হাজির হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।’
এদিকে এর আগে সোমবার একই আদালতে নাশকতার মামলায় যুবদলের ১২ নেতা-কর্মী আদালতে হাজির হলে তাদেরও জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়।
আপডেট: বাংলাদেশ সময় : ১০ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, মঙ্গলবার ২৩ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ১১:২২ পূর্বাহ্ণ
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।