Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে একদিনের মৃত্যুর মিছিলে যোগ হলো দু’শিশু
Death

হাজীগঞ্জে একদিনের মৃত্যুর মিছিলে যোগ হলো দু’শিশু

নিরাপদ সড়ক দিবে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পৃথক সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ অক্টোবর) পুকুরের পানিতে ডুবে রাজু ও মিনা নামের ২ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

শিশুদের একজন হলো উপজেলার বাকিলা ইউনিয়নের স্থানীয় চতন্তর গ্রামের হাওলাদার বাড়ির রাজু (৪)। সে ওই বাড়ির আলামিন হাওলাদার ছেলে।

নিহতের মা হাছিনা বেগম জানান, সোমবার বিকালে রাজু খেলতে গিয়ে নিখোঁজ হয়। খোঁজা-খুঁজির এক পর্যায়ে রাজুকে পুকুরের পানিতে ভাসতে দেখতে পায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর পূর্বে একই দিন সকালে উপজেলার গর্ন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের স্থানীয় পাচুঁই গ্রামের দক্ষিণ গাজী বাড়ির পুকুরের পানিতে ডুবে মিনা (২) নামের এক শিশুর মৃত্যু হয়। নিহত মিনা ফরিদগঞ্জ উপজেলার স্থানীয় দিগধাইর গ্রামের পাটওয়ারী বাড়ির দুলাল পাটওয়ারীর মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মিনা নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে বাবার বাড়িতে ফিরে যায়। সোমবার সকালে মামার বাড়িতে খেলতে গিয়ে মিনা নিখোঁজ হয়। পরে পুকুরে ভেসে উঠতে দেখে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়নাব বানু ২ শিশুর মৃত্যু নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মিনা ও রাজু’র মৃত্যু হয়।

হাজীগঞ্জে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্রসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২২ অক্টোবর সোমবার ভোর বেলায় এ দূর্ঘটনা ঘটে বলে হাজীগঞ্জ থানা সূত্রে নিশ্চিত করেছে। প্রথমে কুমিল্লা -চাঁদপুর আঞ্চলিক মহা-সড়কের বাকিলা নামক স্থানে সিএনজি ও ট্র্যাকের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ তিন জন ঘটনাস্থলে নিহত হয়।

বেলা ১২ টার দিকে একই দিন একই সড়কের ধেররা নামক স্থানে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় বোগদাদ বাসের নিচে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট
২২ অক্টোবর, ২০১৮

Leave a Reply