চাঁদপুর

‘চাঁদপুরে নারী উন্নয়নে দাবি থাকলে পূরণ করার চেষ্টা করবো’

চাঁদপুরে আন্তজার্তিক নারী দিবসের আলোচনাসভায় চাঁদপুরের জেলা প্রশাসক

“অধিকার মর্যাদায় নারী পুরুষ সমান সমান” এ স্লোগানে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা এবং সরকারি-বেসরকারি সংস্থার আয়োজনে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার চাঁদপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

তিনি বলেন, আন্তজার্তিক নারী দিবসে বাংলাদেশেও নারী জাগরণী ভূমিকা কম নয়। বেগম রোকেয়া বাংলাদেশে নারী উন্নয়নে অনেক ভূমিকা রেখেছেন। বিশে^র কম সংখ্যক দেশেই নারী পররাষ্ট্রমন্ত্রী রয়েছে। আজ সর্ব ক্ষেত্রে নারীরা এগিয়ে। চাঁদপুরে নারীদের উন্নয়নেও নারী। আগামী ৩০ সালের মধ্যে নারীরা পুরুষদের চেয়ে অনেক এগিয়ে যাবে। আমি জেলা প্রশাসক হিসাবে চাঁদপুরে নারীদের উন্নয়নে কোনো দাবি থাকলে তা পূরণ করার চেষ্টা করবো।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পারভীন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শামছুন্নাহার, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া।

মতলব রয়মন নেছা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আফরোজা খাতুনের পরিচালনায় বক্তব্য রাখেন স্বাধীনতা প্রদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, অধ্যাপিকা মাসূদা নূর খান, ডা. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

মাজহারুল ইসলাম অনিক, স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর টাইমস

|| আপডেট: ০৫:৫৩ অপরাহ্ন, ০৮ মার্চ ২০১৬, মঙ্গলবার

এমআরআর

Share