Home / চাঁদপুর / রাজরাজেশ্বরে ইউপি মেম্বারের বাড়িতে ২৫০ মণ মা ইলিশ : পুলিশকে মারধর
Up-member-ilish
ইউপি মেম্বারের বাড়িতে মা ইলিশ।

রাজরাজেশ্বরে ইউপি মেম্বারের বাড়িতে ২৫০ মণ মা ইলিশ : পুলিশকে মারধর

চাঁদপুরে ইলিশের অভয়াশ্রম চলাকালিন সময়ে ইউপি মেম্বারের বাড়ি থেকে বিপুল পরিমাণ মা ইলিশ মাছ জব্দ করেছে পুলিশ।

এসময় মাছ জব্দ কালে পুলিশের উপর হামলা চালানো হয়। পরিস্থিতি শান্ত করতে পুলিশ প্রায় ৫০ রাউন্ড বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শুক্রবার সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লগ্নিমারা চরে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গিরের বাড়িতে এ অভিযান চালানো হয়।

চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীর মেম্বারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে একটি ঘরে রাখা ২৫০ মণ ইলিশ ও প্রচুর পরিমাণ বরফ জব্দ করা হয়।

জেলা পুলিশ, নৌ-পুলিশ, কোস্টগার্ড, মৎস্য অধিদপ্তর ও জেলা টাস্কফোর্স এ অভিযানে অংশ নেয়।

পুলিশ জানায়, অভিযান চলাকালে একদল লোক পুলিশের উপর হামলা চালায়, তাদের মারধর করে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ প্রায় ৫০ রাউন্ড বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযানকালে কতজন আটক হয়েছে এবং ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মা ইলিশ রক্ষায় চাঁদপুরের মেঘনা নদীর একশ কিলোমিটার এলাকায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর, ২০১৮