জেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে নবাগত জেলা প্রশাসকের সাথে জেলা ও পৌর মহিলা লীগের নেতৃবৃন্দররা সৌজন্য সাক্ষাত করেন।
এসময় পৌর মহিল লীগের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অবিদা সুলতানা, চাঁদপুর পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিপ্রা দাস ও সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর খালেদা খান, মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়েশা আক্তার শ্যামলিসহ জেলা ও পৌর মহিলা লীগের নেতৃবৃন্দ।
প্রতিবেদক:আশিক বিন রহিম,৬ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur