চাঁদপুর

চাঁদপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তরা নতুন ঠিকানা পাওয়ায় খুশি

মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশের মতো চাঁদপুরেও গৃহহীনরা নতুন বসতঘর পেলেন। এতে বেজায় খুশি নতুন ঠিকানা পাওয়া এমন শতাধিক গৃহহীন। এক সময় নদী ভাঙনের শিকার হয়ে যারা সর্বস্ব হারিয়েছিলেন।

২৩ জানুয়ারি শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমন মানবিক কর্মসূচি উদ্বোধনের পর জেলা ও উপজেলা প্রশাসন নতুন বসতঘর পাওয়া পরিবারগুলোর মাঝে ভূমির দলিল হস্তান্তর করা করে।

এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৪০টি মতলব দক্ষিণে ২৫টি, হাইমচরে ২০টি, মতলব কচুয়ায় ১৫টি, উত্তরে ৫টি, হাজীগঞ্জে ৫টি এবং শাহরাস্তিতে ৫টিতে ভূমিহীন এমন এক শ ১৫টি পরিবারকে নতুন বসতঘর নির্মাণ করে দেওয়া হয়।

চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে আনুষ্ঠানিকভাবে নতুন করে বসতঘর পাওয়া পরিবারের হাতে দলিল হস্তান্তর করেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এসময় জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারি উপস্থিত ছিলেন।

এদিকে, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন বসতঘর পেয়ে দারুণ খুশি হয়েছেন।

মুজিব শতবর্ষ উপলক্ষে তাদেরকে এমন মানবিক উপহার প্রদান করায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

করেসপন্ডেট,২৪ জানুয়ারি ২০২১

Share